Wednesday 27 December 2023

অনুশীলন ভবন, কুঁদঘাট

অনুশীলন সমিতির বিপ্লবীদের হাতে গড়া এই ভবন।



বিপ্লবী নেতা আশুতোষ কালী (কাহালী) র উদ্যোগে ১৯৬০ সালের ২১শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয় এই ভবনের।

১৯৪৭ সালে স্বাধীনতা এবং দেশভাগের পরে, এই সমস্ত লোক যারা একসময় ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তোলার সাহস সঞ্চয় করেছিলেন, এবং কারারুদ্ধও হন, কলকাতায় স্থানান্তরিত হয়ে গৃহহীন হয়ে পড়েন।
এই ভবনটিতে অন্তত ১৮ জন বিপ্লবী থেকেছেন

তাদের বেশিরভাগই অবিবাহিত ছিলেন এবং তারা তাদের জীবনের শেষ বছরগুলো এই চার দেয়ালের মধ্যেই কাটিয়েছেন।
উনারা এখানে লাইব্রেরী, দাতব্য চিকিৎসালয় প্রভৃতি জনসেবামূলক কাজ করতেন এবং একটি প্রেসও চালাতেন। অনুশীলন বার্তা প্রভৃতি পত্রিকা বের করা হতো এই প্রেস থেকে। মহাজাতি সদনে সভা হতো নিয়মিত।
গণেশ ঘোষ, ত্রৈলক্য চক্রবর্ত্তীর মতো অনেক বিশিষ্ট বিপ্লবীর পদধূলি পড়েছে এই ভবনে।

আশুতোষ কালী (১৮৯১-১৯৬৫) ও এই ভবনেরই দ্বিতল থেকে অসাবধনতাবশত পড়ে গিয়ে মারা যান।
ভবনটিতে একটি গ্রন্থাগার আছে যেখানে বহু পুরোনো ও দুর্লভ বই রয়েছে সঙ্গে প্রায় ৩০০ চেনা-অচেনা বিপ্লবীদের ছবির রত্ন ভান্ডার।

অনুশীলন ভবন, কুঁদঘাট

অনুশীলন সমিতির  বিপ্লবীদের হাতে গড়া এই ভবন। বিপ্লবী নেতা আশুতোষ কালী (কাহালী) র উদ্যোগে ১৯৬০ সালের ২১শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয় এই ভবনের। ...